ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতের ‘পুশ ইনকে উস্কানিমূলক’ মনে হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটা ওরকম উসকানিমূলক মনে হচ্ছে না। যেহেতু এর আগেও উনারা একসময় এটা করেছিল অনেক আগে; যে সময় আমি ডিজি বিজিবি ছিলাম, সেই সময়ে।’

শনিবার (১৭ মে) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।

তিনি বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’ (জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো) নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছি।

এ জাতীয় আরো সংবাদ

একনজরে ঢাকার বিখ্যাত খাবারের নাম ও দোকানের তালিকা

নূর নিউজ

মাছ-মাংস-মুরগি- সবজিতে ‘আগুন’, ভোক্তাদের নাভিশ্বাস

নূর নিউজ

অচিরেই সব রায় বাংলায় দেওয়া হবে : প্রধান বিচারপতি

আলাউদ্দিন