ভারতের ২৬ স্থানে ড্রোন হা’ম’লা চালাল পাকিস্তান

ভারতের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত ২৬টি স্থানে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দেশেটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্র ও শনিবার সকালের মধ্যে উত্তরের বারামুল্লা থেকে গুজরাটের ভুজ পর্যন্ত ২৬টি স্থানে ড্রোন দেখা গেছে। এসব সন্দেহভাজন সশস্ত্র ড্রোন বেসামরিক ও সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করেছিল।

ওই ড্রোনগুলো বারামুল্লা, শ্রীনগর, অবন্তীপোরা, নাগরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড় জাট্টা, জয়সলমীর, বারমের, ভুজ, কুয়ারবেত এবং লক্ষী নালার কাছে দেখা গেছে।

ভারত জানায়, তাদের সামরিক বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং এ জাতীয় সব হামলা ড্রোন প্রতিরোধী ব্যবস্থাপনা দিয়ে মোকাবিলা করা হচ্ছে।

সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার এবং এলাকায় জারি করা সুরক্ষা নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

এ জাতীয় আরো সংবাদ

কাশ্মীরে হামলা : ভারতের কড়া সিদ্ধান্ত জবাবে পাল্টা ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান

আনসারুল হক

মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করছে চীন

নূর নিউজ

সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে এরদোয়ানের ‘শর্ত’

নূর নিউজ