ভারি বর্ষণে মুম্বইয়ে বন্যা, রেড এলার্ট জারি

ভারি বর্ষণের ফলে ভারতের মুম্বই ও এর আশপাশের জেলাগুলোতে রেড এলার্ট জারি করেছে আবহাওয়া বিভাগ। আজ শুক্রবারও সেখানে প্রবল বর্ষণের পূর্বাভাস দেয়া হয়েছে। এর ফলে সেখানে ভয়াবহ বন্যা সৃষ্টির আশঙ্কা করছে ভারতীয় আবহাওয়া বিভাগ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সোমবার থেকেই বুক সমান পানিতে ডুবে আশে শহরের অনেক অংশ। এতে জীবনযাত্রা থমকে গেছে।

বছরের এ সময়ে মৌসুমি বৃষ্টি একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিতভাবে নগর উন্নয়নের কারণে বৃষ্টিপাতের তীব্রতা অনেক বেড়েছে। কাজের সন্ধানে প্রতিদিন মুম্বই ছুটে যান হাজার হাজার মানুষ। এর ফলে অবকাঠামো নির্মাণ হচ্ছে ধুমছে। এসব অবকাঠামো অনিয়ন্ত্রিত উপায়ে গড়ে উঠছে।

এ ছাড়া বহু এলাকার ড্রেনেজ ব্যবস্থা অনেক পুরনো। এর ফলে বন্যা দেখা দিচ্ছে। আবহাওয়া পূর্বাভাস বিষয়ক এজেন্সি বলেছে, ভারি বর্ষণের আশঙ্কা আছে। ফলে আগামী কয়েকদিন সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়া নিষিদ্ধ করেছে মুম্বই কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন হাড্ডাহাড্ডি হলে ভোট শেষেই মারামারি হয়: সিইসি

নূর নিউজ

আবারও সাময়িক বন্ধ মেট্রোরেল

নূর নিউজ

হজ নিবন্ধনের বাকি টাকা ২০ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ

নূর নিউজ