ভোটের মাঠে থাকবে ৯০ থেকে ১ লাখ সেনা: ইসি সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯০ হাজার থেকে ১ লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভা শেষে ইসি সচিব সাংবাদিকদের বলেন, “অবশ্যই নির্বাচনের পরিবেশ আছে। সেনা থাকবে ৯০ হাজার থেকে ১ লাখ, পুলিশ দেড় লাখ এবং আনসার সদস্য থাকবেন প্রায় সাড়ে পাঁচ লাখ।”

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সভায় আগুন লাগার বিষয়টি আলোচনায় আসেনি।”

লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে আখতার আহমেদ জানান, “লুট হওয়া অস্ত্রের ৮৫ শতাংশ উদ্ধার করা হয়েছে, বাকিটা উদ্ধারে কাজ চলছে।”

এ জাতীয় আরো সংবাদ

‘দেশে মুসলিমবান্ধব পর্যটনশিল্পের বিকাশ ঘটাতে হবে’

নূর নিউজ

আড়ংয়ে চাকরি বঞ্চিত সেই ইমরানকে চাকরি দিবে সিলেটের স্বনামধন্য একটি মাদরাসা

আলাউদ্দিন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নূর নিউজ