মক্কায় রাসুল (সা.)-এর জীবনী বিষয়ক জাদুঘর উদ্বোধন

মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ।

মঙ্গলবার (২৭ আগষ্ট ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ প্যাভিলিয়ন ঘুরে দেখেন। এর মধ্যে ছিল রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, হিজরতের পথের মডেল এবং নববী চিকিৎসা বিষয়ক প্রদর্শনী।

মুসলিম ওয়ার্ল্ড লিগের তত্ত্বাবধানে এবং মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশনের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে অত্যাধুনিক ভিজ্যুয়াল ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দর্শনার্থীরা এখানে প্রযুক্তির মাধ্যমে মক্কা ও মদিনায় রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো অনুভব করতে পারবেন।

জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একটি বহুভাষিক বৈজ্ঞানিক গ্রন্থাগার ও বিশ্বকোষ, যা বিশ্বের প্রধান ভাষাগুলোতে উপলব্ধ থাকবে।

রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার সহায়তার জন্য। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এ জাদুঘরটি এখন থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

এ জাতীয় আরো সংবাদ

ভারতবর্ষের প্রথম মসজিদ; যা মহানবী (সা:) জীবিত থাকাকালেই নির্মিত হয়

নূর নিউজ

সৌদির উচ্চউলামা পরিষদের সদস্য ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান শায়খ সালেহ আর নেই

নূর নিউজ

ইসরাইলের দখলদারিত্ব ও হামাসের উদয়

নূর নিউজ