মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদের দুই ছেলে গ্রেপ্তার

নূর নিউজ: হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুরের দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার একজনকে বরিশাল থেকে এবং আরেকজনকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও তাঁর ছোট ভাই মোহাম্মদ উল্লাহ (২১)। মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল থেকে এবং মোহাম্মদ উল্লাহকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার আবদুল মমেন বলেন, গত ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালের দিন হেফাজত ইসলামের ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। সে ঘটনায় পৃথক ১০টি মামলা করা হয়। গ্রেপ্তার দুজন অধিকাংশ মামলার আসামি।

এ জাতীয় আরো সংবাদ

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেবা দিন, কর্মকর্তাদের ভূমিমন্ত্রী

নূর নিউজ

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী’র ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোকবার্তা

আনসারুল হক

মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু!

আলাউদ্দিন