মসজিদে ইমামকে ছুরিকাঘাত, জনতার হাতে হামলাকারী আটক

বগুড়া শহরের মালতিনগর এলাকার একটি মসজিদে (মাটির মসজিদ নামে পরিচিত) ইমাম হাফেজ আব্দুল মান্নানকে (৭৪) ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার (৩০ জুন) জোহরের নামাজের আজানের পরপরই এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় হামলাকারী নোমান (৩০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গুরুতর আহত ইমামকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইমাম আব্দুল মান্নান শাজাহানপুর উপজেলার বেজোড়া এলাকার বাসিন্দা হলেও মালতিনগরের স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার পর থেকে দুই যুবক ব্যাগসহ সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করছিল। জোহরের আজান দেওয়ার পরপরই তারা মসজিদে প্রবেশ করে ইমামকে ছুরিকাঘাত করে। আহত ইমাম পাশের ড্রেনে পড়ে গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তাধীন, মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হবে।”

এ ঘটনার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭৬ হাজার শিক্ষার্থী

আনসারুল হক

রমজানে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠাল বাংলাদেশ

নূর নিউজ

৭ ফেব্রুয়ারি থেকে সশরীরে ক্লাসে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

নূর নিউজ