মসজিদে নববীতে ইতেকাফে ১২০ দেশের চার হাজার মুসল্লি

চলছে পবিত্র রমজানের শেষ দশক। প্রতিবারের মতো এবারও মদিনার মসজিদে নববীতে ইতেকাফ করছেন বিভিন্ন দেশের মুসল্লিরা। এবার এই মসজিদে ইতেকাফে বসেছেন ১২০ দেশের প্রায় চার হাজার হাজার মুসল্লি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) সূত্রে আরব নিউজের খবরে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, পুরুষ মুসল্লিদের জন্য মসজিদের পশ্চিম দিকের ছাদের অংশ এবং নারী মুসল্লিদের জন্য উত্তর-পূর্ব অংশ নির্ধারণ করা হয়েছে। পুরুষরা ৬ ও ১০ নম্বর সিড়ি এবং নারীরা ২৪ ও ২৫ নম্বর দরজা দিয়ে নির্ধারিত স্থানে প্রবেশ করতে পারবেন।ইতেকাফরত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ সহায়তা হেল্প ডেস্ক, ব্যক্তিগত জিনিসপত্র রাখার লকার, ফার্স্ট এইড সুবিধাসহ মেডিক্যাল ক্লিনিক, বহুভাষিক অনুবাদ সেবা এবং ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তাছাড়া ইফতার, রাতের খাবার, সাহরি এবং মোবাইল চার্জিং স্টেশনের সুবিধাও রয়েছে। প্রতি মুসল্লিকে একটি কেয়ার কিট ও রিস্টব্যান্ড দেওয়া হয়েছে, যা তাদের চলাচল ও নির্ধারিত এলাকায় প্রবেশ সহজ করবে।

গালফ নিউজের খবর অনুযায়ী, মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে ১০ হাজার ইতেকাফকারীর জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরো সংবাদ

সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট

নূর নিউজ

মেক্সিকোতে ৭.৬ মাত্রার ভূমিকম্প, নিহত ২

নূর নিউজ

কাবুলের রাস্তায় সক্রিয় তালেবানের ‘নীতি পুলিশ’, বোরকা ও দাড়ি নিয়ে কড়াকড়ি

নূর নিউজ