রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হওয়ার মর্মান্তিক ঘটনায় জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম নূর নিউজ পরিবার গভীরভাবে শোকাহত।
এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে নূর নিউজ–এর পরিচালক মুহাম্মদ ইসমাঈল ও সম্পাদক আনসারুল হক ইমরান বলেন, ‘আজকের এই দুর্ঘটনা পুরো জাতিকে শোকাচ্ছন্ন করে দিয়েছে। আমরা নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।’
তাঁরা আরও বলেন, ‘জাতি যখন একটি ক্রান্তিকাল পার করছে, তখন এমন এক মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে স্তব্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।’
নূর নিউজ পরিবার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পুনর্বাসনে সরকারের সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি এফ-৭বিজিআই প্রশিক্ষণ জেট বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।