মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় জমিয়তের শোক

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজসংলগ্ন এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে কয়েকজন শিক্ষার্থী ও সাধারণ মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ সোমবার (২১ জুলাই )গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তারা আহতদের অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় জমিয়তের পক্ষ থেকে নেতাকর্মী ও সাধারণ জনগণকে রক্তদানসহ সব ধরনের মানবিক সহায়তা প্রদানের বিশেষ আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জমিয়তের শোক প্রকাশ

আনসারুল হক

প্রতিদিন বাংলা‌দে‌শি‌দের জন্য পাঁচ হাজার ভিসা ইস্যু করছে সৌদি দূতাবাস

নূর নিউজ

জনগণের সেবা নিশ্চিত করতে পারলে ভোটের চিন্তা থাকবে না

নূর নিউজ