উগ্রবাদী গোষ্ঠী ইসকন কর্তৃক গাজীপুরের টঙ্গী বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের খতিব মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে গুম করে নির্যাতন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।
আজ এক সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন দেশের মুসলমানদের নিধন ও ইমান হরণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। জুমার খুতবায় সত্য উচ্চারণ করায় গাজীপুরের টঙ্গী থেকে মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে য গুম করা হয়। পরে তাঁকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় শিকলে বাঁধা ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, ইতিপূর্বে মাওলানাকে ইসকনের পক্ষ থেকে ১২টি চিঠি পাঠিয়ে সতর্ক করা হয়েছিল, যা স্পষ্টভাবে ইসকনের যোগসাজশের ইঙ্গিত দেয়। উদ্ধার হওয়ার পর মাওলানা মিয়াজীও ঘটনার সাথে ইসকনের সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
বিবৃতিতে মাওলানা হাসানাত আমিনী বলেন, “এত বড় একটি ঘটনায় রাষ্ট্রের নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। যদি একই ঘটনা কোনো সনাতন ধর্মাবলম্বীর সাথে ঘটত, তবে প্রতিবেশী দেশ থেকে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া চলে আসত এবং দেশের কথিত সুশীল বুদ্ধিজীবীরা মাঠে নেমে পড়তেন। কিন্তু মাওলানা মিয়াজীর বেলায় আমরা যে বৈষম্য ও অবহেলা দেখছি, তা কাম্য নয়।”
বিবৃতিতে তিনি আরও বলেন , ইসকন মানবতার মুখোশ পরে দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের দখল থেকে বাদ যায় নি সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরও।
মাওলানা হাসানাত আমিনী বলেন, “হাজী শরীয়তুল্লাহ, মীর নেসার আলী তিতুমীর, হযরত শাহ জালাল (রহ.)-এর পূণ্যভূমিতে ইসকনের বিতর্কিত কার্যক্রম চলতে দেওয়া হবে না। অবিলম্বে এই গুপ্ত সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, না হলে ইমানদার জনগণ তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। “