মাদরাসা শিক্ষকদের জুলাই-২১’র এমপিওর চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক: মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই (২০২১) মাসের এমপিওর চেক ছাড় দেয়া হয়েছে। গতকাল সোমবার (২ আগস্ট) মাদরাসা শিক্ষা অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে শিক্ষকদের জুলাই মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। তবে এখনো সাধারণ স্কুল-কলেজ, কারিগরি শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের এমপিওভুক্তির অর্থ ছাড় দেয়া হয়নি। তবে অচিরেই এ অর্থ ছাড় দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মাদরাসার শিক্ষকরা আগামী ৮ আগস্ট পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। এর আগে মাস পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত অর্থ ছাড় না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতারা।

জুবায়ের আহমদ/ নূর নিউজ

এ জাতীয় আরো সংবাদ

হজরত ঈসা আ. এর জীবনী নিয়ে যুক্তরাষ্ট্রে ১৫ দিন ব্যাপি প্রতিযোগিতার আয়োজন

নূর নিউজ

ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তেজ’

নূর নিউজ

আরবি ভাষা দিবসে ঢাকায় আল নূর কালচারাল সেন্টারের আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনসারুল হক