মাদ্রাসা আদর্শ নাগরিক ও ভবিষ্যৎ নেতৃত্ব গড়ছে: ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসূত্রে গাঁথলেই গড়ে ওঠে একটি আদর্শ সমাজ।

মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনকালে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষার্থীকে হতে হবে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল। ইসলামী শিক্ষাই সেই চারিত্রিক গুণাবলি গঠনে সহায়ক। মাদ্রাসাগুলো আগামী দিনের নেতৃত্ব ও আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে মাদ্রাসা চত্বরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে মসজিদ পুনর্নির্মাণে বাধা দিলো ভারতীয় বিএসএফ

আলাউদ্দিন

বৈশ্বিক ধর্মঘটে সংহতি, ফিলিস্তিনের পাশে বাংলাদেশ

আনসারুল হক

ঢাবির কেন্দ্রীয় মসজিদে শুরু হচ্ছে ‘হাদিসের দরস’

আনসারুল হক