মাদ্রাসা ছাত্রী ধর্ষণ; ইসকন নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন

গাজীপুরে ১৩ বছরের মাদরাসা ছাত্রী আশামনি ধর্ষণের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গাজীপুর সচেতন নাগরিক ইউনিটির আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক বড় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সংলগ্ন এই সমাবেশে বিভিন্ন পেশার মানুষ ও সংগঠন অংশগ্রহণ করেন এবং পুলিশের তদন্তপ্রক্রিয়া ও প্রশাসনের ভূমিকার তীব্র সমালোচনা করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। তারা পুলিশ হেডকোয়ার্টারের একটি ফেসবুক স্ট্যাটাসকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করে তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চান—এ দাবি হিসেবে আগামীকাল দুপুর ১২টা সময়সীমা ঘোষণা করা হয়।

সমাবেশ থেকে ‘গাজীপুর সচেতন নাগরিক ইউনিটি’ ও অংশগ্রহণকারীরা নিম্নলিখিত ৫ দফা দাবি পাঠ করেন—

১. পুলিশ হেডকোয়ার্টারের প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক স্ট্যাটাস ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে।
২. শিশু আশামনির ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) কার্যকরের দাবি জানানো হলো।
৩. মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যার পরিকল্পনাকারী ও হুমকিদাতা পংকজ পালকে দ্রুত গ্রেফতার করতে হবে।
৪. “ধর্মবিদ্বেষী ও উগ্রবাদী” কার্যকলাপের অভিযোগে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৫. মামলার বর্তমানে নিয়োজিত তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামানকে প্রত্যাহার করে একজন সৎ, নিরপেক্ষ ও যোগ্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করতে হবে।

বক্তারা আরও জানান, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী যে কণ্ঠে ভিকটিমের পক্ষে কথা বলছেন—তার জন্যই তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে; এ হুমকি গ্রাহ্য নয় এবং হুমকিদাতাকে দ্রুত গ্রেফতার করে দায়মুক্তি বন্ধ করতে হবে।

সমাবেশে উপস্থিতরা সতর্ক করে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের ৫ দফা দাবি বাস্তবায়িত না হয়, তাহলে গাজীপুরবাসী আরও কঠোর ও সুসংগঠিত কর্মসূচি পালন করবে।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালে রায়ের বিরুদ্ধে শুনানি মুলতবি

নূর নিউজ

চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

নূর নিউজ

রমজানের বাকি ৩৭ দিন: উত্তাপ বাড়ছে খেজুরে

নূর নিউজ