মালদ্বীপ থেকে সেনা ফেরত আনছে ভারত

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু করেছে ভারত। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছ।

খবর অনুসারে, মালদ্বীপে  হালকা হেলিকপ্টার পরিচালনাকারী সামরিক কর্মীদের প্রতিস্থাপনের জন্য বেসামরিক প্রযুক্তি বিশেষজ্ঞের  প্রথম দল দেশটিতে পৌঁছেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু  তার দেশ থেকে ১০ মার্চের ভেতর প্রথম দফায় ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, মালদ্বীপে থাকা উন্নত হালকা হেলিকপ্টার পরিচালনাকারী কর্মীদের প্রতিস্থাপন করতে প্রথম কারিগরি দল মালদ্বীপে পৌঁছেছে। এখন এই কারিগরি টিম মালদ্বীপে ভারতের হালকা উড়োযান পরিচালনা করবে।

ভারতীয় সেনা প্রত্যাহারের সমস্যা সমাধানের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কোর গ্রুপের দ্বিতীয় বৈঠকের পর মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ১০ মে-র মধ্যে দুই দফায় সব সেনা বদলি করবে ভারত। কোর গ্রুপের দ্বিতীয় বৈঠকটি ২ ফেব্রুয়ারি দিল্লিতে হয়েছিল।

এ জাতীয় আরো সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাবুলে প্রবেশ করলেন মোল্লা স্তানাকজাই

নূর নিউজ

কাশ্মীরে আবারও ব্যাপক ধরপাকড় শুরু

নূর নিউজ

এবারের রমজানে নাতিশীতোষ্ণ থাকবে সৌদির আবহওয়া

Sufian Farabee