মুনিয়ার মৃত্যু আর সানভীরের অপরাধ—সবকিছুতে কেন এই অদৃশ্য নীরবতা!

আনভীর একজন প্রভাবশালী ব্যবসায়ী। বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে। তার লালসার কারণেই কয়েক বছর আগে মুনিয়া নামের একটি মেয়ের মৃ’ত্যু হয়েছিল। আ’ত্মহ’ত্যা না খুন—তা নিয়ে বিতর্ক ছিল, আজও আছে। কিন্তু বিচার? সেটা হয়নি। থেমে গেছে টাকার পায়ের নিচে।

এবার তার ছোট ভাই সানভীর এক তরুণীকে ভোগ করে প্রেগন্যান্ট করে ছুঁড়ে ফেলে দিয়েছে। মেয়েটি যখন অধিকার ফিরে পেতে মরিয়া, তখন তাকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভয়ে কাঁপছে সে, কিন্তু চারদিকে নীরবতা। অনেকে শুধু মেয়ের উপরই দায় চাপিয়ে দিচ্ছেন! যেন সানভীর একজন ফেরেশতা!

এই ঘটনায় সরকার চুপ। নারীবাদীরা চুপ। মিডিয়া চুপ। প্রশাসন চুপ। কারণ একটাই, অপরাধী প্রভাবশালী। তার আছে টাকা, আছে বিরাট প্রভাব ও ক্ষমতা।

এই সমাজে মেয়েরা শুধু সাহসী হলে চলে না, তাদের পাশে দাঁড়াবার মতো মানুষও লাগে। আর সেটা আমরা হয়ে উঠতে পারিনি।

এই ঘটনা দেখে আবু জায়েদ সারুজীর সেই বিখ্যাত উক্তি মনে পড়ে গেল—
لوْلا التُّقَى لقُلتُ جَلّتْ قُدرتُهْ
“আল্লাহভীতি না থাকলে বলতাম—কী ভয়ংকর তার (মানুষের) ক্ষমতা!”

এই জঘ’ন্য ঘটনায় যারা নিরব, তারাও অন্যায়ের অংশীদার। আমার এই পোস্ট পড়ে যদি আপনার বিবেককে জাগ্রত হয়, নীরবতার দেয়ালে একটা আঘা’ত দিন।

আনছারুল হক ইমরান
সম্পাদক, নূর নিউজ ২৪

এ জাতীয় আরো সংবাদ

শবেবরাতের গুরুত্ব ও তাৎপর্য

আনসারুল হক

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের জন্য পীর সাহেব দেওনার দোয়া কামনা

আনসারুল হক

আদর্শ না সুবিধা: ক্রান্তিকালে ইসলামপন্থীদের ভবিষ্যৎ কোথায়?

আনসারুল হক