মুফতি শহীদুল ইসলামের ইন্তেকালে হেফাজতের শোক

আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি শহীদুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ (২৭ জানুয়ারি) এক শোক বার্তায় হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, আল মারকাজুল ইসলামীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মুফতি শহীদুল ইসলামের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট আলেম সমাজসেবককে হারিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ ও ইসলামি অঙ্গনের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়।

শোক বার্তায় হেফাজত নেতৃবৃন্দ আরো বলেন, মারকাজুল ইসলামীর মাধ্যমে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের সেবায় অসামান্য অবদান রেখেছেন। তিনি তার সেবামূলক কাজের জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

আমরা দোয়া করি মহান আল্লাহ তার দ্বীনি খিদমাতগুলোকে কবুল করে জান্নাতের উঁচু মাকাম দান এবং মরহুমের পরিবার ও ভক্ত অনুরাগীদেরকে সবরে জামীল দান করুন।

এ জাতীয় আরো সংবাদ

যে কারণে সৌদি আরবের পরদিনই বাংলাদেশে ঈদ হয়

নূর নিউজ

নগরীতে ইসলামী আন্দোলনের মশারী বিতরণ অনুষ্ঠান, সরকারেকে পদত্যাগে বাধ্য করে দেশকে সংঘাতের হাত থেকে বাঁচাতে হবে: মাওলানা ইমতিয়াজ

নূর নিউজ

অতীতে ধর্ষণের সুষ্ঠু বিচার না হওয়ায় ধর্ষণ বন্ধ হচ্ছে না : মাওলানা মিয়াজী

আলাউদ্দিন