বিশ্বখ্যাত পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে মুসলমানদের মতো দোয়া করতে দেখা গেছে।
রবিবার (২৪ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, সৌদি ক্লাব আল-নাসর ও আল-আহলির মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে পেনাল্টি শুট আউটের সময় রোনালদো হাঁটু গেড়ে বসে দুই হাত তুলে দোয়া করেন। মুসলিম ভক্তদের পরিচিত দোয়ার ভঙ্গি দেখে সমর্থকরা তার বিনয় ও শ্রদ্ধাশীল আচরণের প্রশংসা করেছেন।
ভিডিও এবং ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজারো ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রোনালদো শুধু একজন খেলোয়াড়ই নন, তিনি ভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতিও গভীর শ্রদ্ধা প্রদর্শন করেন।
ইতিমধ্যেই আল-নাসর ক্লাবের হয়ে মাঠে অসাধারণ পারফরম্যান্স ও সরলতার কারণে রোনালদো মধ্যপ্রাচ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। নতুন এই ঘটনাটি তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ইউরোপিয়ান নেশনস কাপের ফাইনালে জাতীয় দলের হয়ে খেলার সময়ও তাকে মুসলমানদের মতো দোয়া করতে দেখা গিয়েছিল। সূত্র: ডেইলি জং