মুসলিম মেয়েকে তুলে আনলে চাকরির ঘোষণা বিজেপির সাবেক এমপির

ভারতের উত্তর প্রদেশের দোমরিয়াগঞ্জের বিজেপির সাবেক বিধায়ক রঘবেন্দ্র প্রতাপ সিং এক সমাবেশে মুসলিম বিরোধী বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, তিনি বলেন, ‘যে হিন্দু যুবক মুসলিম মেয়েকে তুলে আনবে, আমরা তার চাকরির ব্যবস্থা করব।’

সিংয়ের এই বক্তব্যকে অনেকে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের আহ্বান হিসেবে দেখছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও নাগরিক মহলে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বক্তব্য দেওয়ার সময় উপস্থিত জনতা উল্লাসধ্বনি দেয়।

আম আদমি পার্টির জাতীয় মুখপাত্র সঞ্জয় সিং এই ভিডিওতে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে একে ‘অপরাধে সরাসরি উসকানি’ বলে মন্তব্য করেছেন। তিনি অবিলম্বে পুলিশের হস্তক্ষেপ ও রঘবেন্দ্র প্রতাপ সিংয়ের গ্রেপ্তারের দাবি জানান।

এক্স (X)-এ দেয়া এক পোস্টে সঞ্জয় সিং লিখেছেন, ‘যদি কোনো নেতা প্রকাশ্যে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরের আহ্বান জানায়, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। উত্তর প্রদেশ পুলিশ মুসলমানদের বিরুদ্ধে তুচ্ছ কারণে মামলা করে, কিন্তু হিন্দু নেতারা সহিংসতা উসকে দিলে চুপ থাকে, এই দ্বিচারিতা চলতে পারে না।’

তিনি আরও বলেন, ‘কোনো হিন্দু অভিভাবক কি চাইবেন, তার সন্তান অপহরণের জন্য প্রশংসিত হোক? ধর্মের নামে এমন অপরাধমূলক আচরণই বা কীভাবে হিন্দুত্বের পরিচয় হতে পারে?’

এদিকে স্থানীয় মানবাধিকার সংগঠন ও আইনজীবীরা এই ঘটনাকে গুরুতর অপরাধ হিসেবে দেখছেন। তাদের মতে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সিংয়ের বিরুদ্ধে ঘৃণাত্মক ভাষণ, অপহরণে উসকানি ও জোরপূর্বক ধর্মান্তরচেষ্টার মতো একাধিক আইনে মামলা হতে পারে।

তারা জেলা প্রশাসনের কাছে অবিলম্বে এফআইআর দায়ের ও সম্ভাব্য ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন বিরোধী দলগুলো অভিযোগ করছে, উত্তর প্রদেশে আইন প্রয়োগে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। মুসলিমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলেও হিন্দুত্ববাদী নেতাদের উসকানিমূলক কর্মকাণ্ডে প্রশাসন প্রায়ই নীরব থাকে।

সূত্র: মাকতুব মিডিয়া ভারত

এ জাতীয় আরো সংবাদ

তুরস্ক-ইসরাইল গোপন আলোচনা চলছে: হিব্রু পত্রিকা

নূর নিউজ

ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাইডেন-কাদিমি চুক্তি সাক্ষর

আনসারুল হক

তালেবানের আহবানে কিছু বাংলাদেশি হিজরতে বেরিয়েছেন

নূর নিউজ