মেরামতের পর আফগানিস্তানে ইন্টারনেট চালু

মেরামতের পর আফগানিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনঃস্থাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষের) ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা পুনরায় চালু করা হয়েছে, যা প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ ছিল।

পরিষেবার পুনঃস্থাপনের সঙ্গে সঙ্গে দেশের অনেক নাগরিক, বিশেষ করে রাজধানীতে, আনন্দ প্রকাশ করেছেন।

কাবুলের এক বাসিন্দা শামসুল্লাহ বলেন: “আমরা খুব খুশি যে ইন্টারনেট আবার চালু হয়েছে। ইন্টারনেট অ্যাক্সেস থাকায় আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যেতে পারি এবং মানুষ আবারও বিদেশে থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করতে পারবে।”

আরেক কাবুল বাসিন্দা সামিউল্লাহ যোগ করেন: “ইন্টারনেট ফিরে আসায় আমরা খুব খুশি। এখন আমরা আমাদের পড়াশোনা এবং কাজ উভয়ের যত্ন নিতে পারব।”

একই সময়ে, অন্যান্য কিছু নাগরিক সেবা পুনঃস্থাপনকে স্বাগত জানিয়ে ইসলামী আমিরাত কর্তৃপক্ষকে আহ্বান জানান ভবিষ্যতে ইন্টারনেট ও টেলিযোগাযোগ পরিষেবা বন্ধ না করার জন্য।

কাবুলের আরেক বাসিন্দা নাসির আহমদ বলেন: “আল্লাহর কৃপায়, ইসলামী আমিরাত ইন্টারনেট পুনঃস্থাপন করেছে, কারণ বন্ধের সময় মানুষের ব্যবসা, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য, গুরুতর সমস্যা সৃষ্টি হয়েছিল।”

খলিল এহসানও বলেন: “ইন্টারনেট ফিরে আসায় আমরা এখন ইসলামী আমিরাতকে অনুরোধ করি যেন আর কোনোবার সেবা বন্ধ না হয়, কারণ আজকাল ইন্টারনেট একটি মৌলিক প্রয়োজনীয়তা।”

অন্য নাগরিকরা আরও অনুরোধ করেন যে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবার গুণগত মান উন্নত করুক।

রশীদুল্লাহ বলেন: “আমরা খুশি যে ইন্টারনেট ফিরে এসেছে, কিন্তু আমরা ইসলামী আমিরাতকে অনুরোধ করি যেন এর মান উন্নয়নের দিকে নজর দেয়া হয় যাতে কাজ আরও সুষ্ঠুভাবে চলতে পারে।”

তিন দিনের জন্য ইন্টারনেট ও টেলিযোগাযোগ নেটওয়ার্ক বন্ধ থাকার কারণে দেশে ফ্লাইট, ব্যাংকিং পরিষেবা, অর্থ স্থানান্তর এবং হাজার হাজার অন্যান্য সমস্যা সৃষ্টি হয়েছিল। সূত্র: টোলো নিউজ

এ জাতীয় আরো সংবাদ

ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কাশানির মৃত্যু

নূর নিউজ

ইসরায়েলি বিমানবন্দরের কাছে বিরাট এলাকা পুড়ে ছাই

আনসারুল হক

বিহারে লোকসভা নির্বাচনে ১১ টি আসনে লড়বেন ওয়াইসির দল

নূর নিউজ