যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা মির্জা বাড়ি এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে।

শনিবার দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ীর সামাদ নগর ময়লা ডিপোর রাস্তায় নাদিল জুতা কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট সেখানে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আজ দুপুর ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থলে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।

এ জাতীয় আরো সংবাদ

২০২০ সালে যেসব আলেমে দ্বীন ইন্তেকাল করেছেন

আনসারুল হক

বাংলাদেশ-ভারত ভাগ হলেও মানুষের মন ভাগ করা যায়নি: তথ্যমন্ত্রী

আলাউদ্দিন

মার্কিন প্রতিনিধিদল আমাদের সবকিছুতেই সন্তুষ্ট: স্বরাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ