যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি সেমি ট্রাকের সাথে একাধিক গাড়ির সংঘর্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে।

এ ঘটনায় আহত আরও ৫ জন। খবর রয়টার্স ও সিএনএনের।

শনিবার এ তথ্য নিশ্চিত করে অঙ্গরাজ্যটির প্রশাসন। নিহতদের মধ্যে ২ শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। আহতদের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উল্টে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পরপর আরও কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সাথে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে ৪ হাজার গ্যালন রাসায়নিক।

দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৫ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

এ জাতীয় আরো সংবাদ

অবশেষে নিউইয়র্কে নিখোঁজ বাংলাদেশি যুবকের সন্ধান মিলেছে

নূর নিউজ

ইসলাম গ্রহণের পর ওমরা পালন করলেন খ্যাতিমান মার্শাল আর্টিস্ট মাইকেল পেজ

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

নূর নিউজ