যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যে সড়ক দুর্ঘটনায় ফিরোজ আলম জাহাঙ্গীর (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মোটরসাইকেলের সঙ্গে একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার দিকে ফেনসিলভানিয়া রাজ্যের ডেলাওয়্যার কাউন্টির ক্রামলিন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছালামত উল্লা মেম্বারবাড়ির জুলফিকার আলীর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।

নিহত ফিরোজ আলম জাহাঙ্গীরের ছেলে মুসতাক শাহরিয়ার আহমেদ জিদান জানান, গত দেড় বছর আগে ভ্রমণভিসায় আমেরিকায় যায় তার বাবা। এর পর থেকে বিভিন্নভাবে কাজের চেষ্টা করেন তিনি। সবশেষ সেই দেশে ওয়ার্কপারমিট পাওয়ার পর উবার চালাতেন তিনি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উবার চালিয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যেতেন।

শাহরিয়ার আরও জানান, শুক্রবার গভীর রাতে আমেরিকা থেকে বাবার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আমরা দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। তিনি জানিয়েছেন বাবা বাসায় ফেরার সময় তার মোটরসাইকেলকে সেই দেশের একটি দ্রুতগতির গাড়ি চাপা দিলে তার মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে গিয়ে গাড়িচাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন। নিজের বাবার মৃতদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন শাহরিয়ার।

নিহতের চাচাতো ভাই আবদুল করিম পাশা জানান, আমেরিকায় আস্যালাইম কেসের মাধ্যমে ওয়ার্ক পারমিট পাওয়ার পর তিনি উবার ইটসে কাজ করছিলেন। দেশে থাকতে জাহাঙ্গীর কোম্পানীগঞ্জ উপজেলার নুরজাহান আসমত চৌধুরানী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ জাতীয় আরো সংবাদ

মার্কিন কারাগারে কেমন আছেন পাকিস্তানি বিজ্ঞানী আফিয়া সিদ্দিকী!

নূর নিউজ

যারা স্কুল-কলেজ খুলে দিতে বলে তারা দেশের শত্রু: আমির হোসেন আমু

আলাউদ্দিন

মালয়েশিয়ায় বৈধ হতে গিয়ে পুলিশের কাছে আটক ২৭ বাংলাদেশী প্রবাসী

নূর নিউজ