যুক্তরাষ্ট্রে পাতাল রেল স্টেশনে গুলিতে আহত ১৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি পাতাল রেল স্টেশনে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে নিউইয়র্কের ব্রুকলিনের পাতাল স্টেশনে গুলির এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের যাত্রীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। এ সময় অন্য যাত্রীরা তাদের সহায়তায় এগিয়ে আসেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, ব্রুকলিনের পাতাল রেল স্টেশনে গুলিতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করায় কোনো অভ্যুত্থানের তথ্যপ্রমাণ নেই: নোয়াম চমস্কি

নূর নিউজ

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র তৈয়ব

নূর নিউজ

৬ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ কোভিড সংক্রমণ

আনসারুল হক