যুদ্ধবিরতি জোরদার করতে ইসরায়েলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

গাজায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত ভঙ্গুর যুদ্ধবিরতি আরও জোরদার করতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স। মঙ্গলবার সকালে তিনি তেল আবিবে অবতরণ করেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যান্স ও তাঁর স্ত্রীর বিমান থেকে নামার একটি ছবি প্রকাশ করে লিখেছে, “ইসরায়েলে স্বাগত, ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।”

পোস্টে আরও বলা হয়, “একসঙ্গে আমরা ১৫ জন অবশিষ্ট জিম্মির মুক্তি এবং উভয় দেশের জনগণের জন্য একটি নিরাপদ ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করব।”

কূটনৈতিক সূত্র জানায়, মঙ্গলবার ভ্যান্স শীর্ষ মার্কিন মধ্যপ্রাচ্য দূত ও যুদ্ধবিরতি তদারকির দায়িত্বে থাকা সামরিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বুধবার তিনি জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এ জাতীয় আরো সংবাদ

নারী-পুরুষ ছাড়া অন্য লিঙ্গের ঠাঁই হবে না যুক্তরাষ্ট্রে : ট্রাম্প

আনসারুল হক

যুক্তরাষ্ট্রে সপ্তাহান্তের ছুটিতে বন্দুক সহিংসতায় নিহত অন্তত ১৭

নূর নিউজ

বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে মুসলিমদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’

নূর নিউজ