যে বিএনপির জন্য ১৫ বছর লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবন থেকে বেরিয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‌‘যেটা ১৫ বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নির্বাচনে কী হবে অনুমেয়।’

তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি ভেবেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সেই অনুযায়ী আমি আমার কেস প্রেজেন্ট করেছি।’

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এক প্রার্থীর আচরণের সমালোচনা করে রুমিন ফারহানা আরও বলেন, ‘তিনি ২০-২৫ জন মিলে গুন্ডা-পান্ডার মতো আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমি মনে করি, এটা কমিশনের গাম্ভীর্য ও সম্মানের সঙ্গে যায় না।’

এ জাতীয় আরো সংবাদ

সমমনা ইসলামী দলসমূহের বৈঠক; প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত

আনসারুল হক

স্বামী-স্ত্রী পরিচয়ে এককক্ষে বসবাস : একজন কবরে, অন্যজন কারাগারে

আনসারুল হক

এসএসসি পাবলিক পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেয়ার চক্রান্ত সহ্য করা হবে না

নূর নিউজ