রমজানে কোরআনের ১০ লাখ কপি বিদেশে বিতরণ করবে সৌদি

আসন্ন রমজান মাসে বিদেশে পবিত্র কোরআনের ১০ লাখ কপি বিতরণ করবে সৌদি আরব। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার (৫ মার্চ) পবিত্র কোরআন বিতরণের অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন আকারে পবিত্র কোরআনের কপি বিতরণ করা হবে। পবিত্র কোরআনের অনুবাদকৃত কপিও বিতরণ করা হবে। এই তালিকায় ৭৬টিরও বেশি ভাষায় পবিত্র কুরআনের অনুদিত কপি অন্তর্ভুক্ত রয়েছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে কপিগুলো ছাপা হয়েছিল। বিশ্বের ২২টি দেশের ইসলামিক সেন্টারে পবিত্র কোরআনের কপি দেওয়া হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ জানিয়েছেন, রমজান মাসে তারা পবিত্র কোরআনের কপি বিভিন্ন দেশে পৌঁছে দিতে চান। সে জন্য প্রস্তুতিও শুরু করেছেন তারা।

এ জাতীয় আরো সংবাদ

তালেবানের সরকার গঠনের পরপরই চীন থেকে বিপুল খাদ্য, পণ্য ও ওষুধ সহযোগিতা

নূর নিউজ

আগে স্বাধীন ফিলিস্তিন, তারপর ইসরায়েলের স্বীকৃতি

নূর নিউজ

রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতীশ কুমার

নূর নিউজ