রমজান উপলক্ষে শুভেচ্ছা জানালেন সৌদি বাদশাহ

বিশ্বের সব মুসলিম ও সৌদি আরবের নাগরিকদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পবিত্র মাসে ওমরা পালনকারী ও মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের কথা জানিয়ে পুরো বিশ্বের জন্য শান্তি ও কল্যাণের প্রত্যাশা করেন তিনি।

গতকাল বুধবার (২২ মার্চ) সাপ্তাহিক মন্ত্রিসভার অধিবেশনে সভাপতিত্বকালে তিনি এ শুভেচ্ছা জানান।

সৌদি বাদশাহর পক্ষ থেকে দেওয়া বক্তব্যে মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান আল-দোসারি বলেছেন, আমরা মহান আল্লাহর কাছে দৃশ্য ও অদৃশ্য সব ধরনের নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি এই অঞ্চলকে কোরআন অবতীর্ণের স্থান ও মুসলিমদের কিবলা হিসেবে নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস একটি মহিমান্বিত মাস। এ সময়ে ভালো কাজের পরিমাণ বৃদ্ধি পায়। আত্মীয়তার বন্ধন মজবুত হয়। এ মাসে সব ধরনের মন্দ কাজ থেকে পরিশুদ্ধি অর্জন করে সবাই। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, মর্যাদাপূর্ণ এই মাসে যেন আমরা সবাই আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবনের সব ক্ষেত্রে সাফল্য অর্জনের সামর্থ্য দেন এবং সৌদি আরবসহ পুরো বিশ্বকে সব অনিষ্টতা থেকে রক্ষা করেন।

সূত্র : সৌদি গেজেট

এ জাতীয় আরো সংবাদ

ইতিহাসের প্রথম মুসলিম হিসেবে হোয়াইট হাউজে সাংবাদিকদের মুখোমুখি কাশ্মীরি কন্যা সামিরা

আলাউদ্দিন

এবার পাকিস্তানে হামলার হুমকি দিলো ইসরায়েলি মন্ত্রী

আনসারুল হক

গাজায় হত্যাযজ্ঞের মধ্যেই ইসরাইলি মন্ত্রীকে আতিথ্য দিলো আরব আমিরাত!

আনসারুল হক