ইলমে তাসাউফের প্রখ্যাত শায়খ আল্লামা আব্দুল মতিন নেছারী রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীনের কেন্দ্রীয় মারকায জামেয়া আরাবিয়া বাইতুল উলুম, রসুলপুর, বালিয়াকান্দি, রাজবাড়িতে আগামী ৪ জুলাই ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসিক ইজতেমা ও লেসানী এতেকাফ।
উল্লেখ্য, এই মাসিক ইজতেমা স্বয়ং শায়খ নেছারী রহ. প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার আয়োজনের নিয়ম চালু করে যান। আর বছরের শেষ দিকে চলে তিন দিনব্যাপী লেসানী এ’তেকাফ, যেখানে কুরআন তেলাওয়াত, মাসআলা শিক্ষা এবং আত্মশুদ্ধির জন্য মোজাহাদা করা হয়।
চলতি আয়োজনের তত্ত্বাবধানে আছেন প্রতিষ্ঠাতার ছোট ভাই, বর্তমান পরিচালক ও খলিফা শাইখ আলহাজ মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী (পীর সাহেব রসুলপুরী দা.বা.)। তিনি দেশবাসী সর্বস্তরের মুসলমানদের জিকির, তাসবিহ এবং আত্মশুদ্ধির উদ্দেশ্যে এ ইজতেমা ও এ’তেকাফে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।