রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাকসু প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন।
ঘোষিত প্যানেলে ভিপি পদে রয়েছেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ।
সংবাদ সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, “আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগও খোলা আছে।”
সভাপতি মাহবুব আলম বলেন, “রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে এবং দীর্ঘদিনের নেতৃত্বের সংকট কেটে যাবে। পেশিশক্তির প্রভাব ও আধিপত্য রোধে এবং স্বচ্ছতা বজায় রাখতে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানাচ্ছি।”
তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে—
-
শতভাগ আবাসন সুবিধা ও মান উন্নয়ন
-
রেজিস্ট্রার অফিস ডিজিটালাইজেশন
-
নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ
-
গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি
-
ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন
-
দুর্নীতি ও হয়রানি রোধে ছাত্র-অভিযোগ সেল
-
মেডিকেল সেন্টারের সেবা উন্নয়ন
-
ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ
-
সকল সংগঠনের সহাবস্থান ও গঠনমূলক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা
-
গণমুখী ক্যাম্পাস গড়ে তোলা
তিনি বলেন, “আমরা সকলকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাধ্য করব।”