রাত ১টার মধ্যে যেসব জেলায় ঝড় বইতে পারে

দেশের ১৯ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ জুন) বিকেলে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দিনগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরো সংবাদ

অগোছালোভাবেই বিকেলে উদ্বোধন হবে এবারের বইমেলা

নূর নিউজ

নির্বাচনী পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগ ও আয়োজন যথেষ্ট না: আইএবি

আনসারুল হক

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

আনসারুল হক