রামুতে সাংবাদিক ফরমানের ‘কারাস্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক, জুলাই যোদ্ধা ও কারানির্যাতিত সাংবাদিক আহমদ ছৈয়দ ফরমানের রচিত “২৪ এর গণঅভ্যুত্থান ও আমার কারাস্মৃতি” গ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রামু উপজেলা পরিষদের হিমছড়ি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে সাহসী কলমসৈনিক ফরমানের কারাবরণ একটি ঐতিহাসিক দৃষ্টান্ত। তাঁর গ্রন্থ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের স্মারক হিসেবে যুগে যুগে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণার উৎস হবে।

সভায় সভাপতিত্ব করেন রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের রচয়িতা আহমদ ছৈয়দ ফরমান, যিনি গ্রন্থটি মরহুম পিতা মাওলানা ছৈয়দ আকবর রহ. এবং জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে উৎসর্গ করেন।

অনুষ্ঠান কোরআনের তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর জসিম উদ্দিন, আখতারুল আলম, মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ, শামসুল হক শারেক, আব্দুল হক, হোসাইনুল ইসলাম মাতব্বর, এড. ছৈয়দ আহমদ উজ্জ্বল, আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ সহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি রামু লেখক ফোরামের সদস্য ও সাহিত্যকলি সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন হাফেজ সাইফুল ইসলাম, এম. মিজানুর রহমান, কবি আমজাদ হোসেন, জামাল হোছাইন চৌধুরী, আবুল কাসেম, কাউছার আলম ইমু, মাঈনুর রশিদ, সোহেল রানা ও আব্দুল বাসেত মির্জা। এছাড়া অন্যান্য লেখক, সাংবাদিক, সাহিত্যিক, জুলাই যোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গও অংশগ্রহণ করেন।

সভা শেষে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা ও গ্রন্থের প্রকাশক তরুণ রাজনীতিক রিদওয়ান আহমদের আরোগ্য কামনায় মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

পুজোয় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খাবার দিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ

নূর নিউজ

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদ কার্যকরের দাবি

আনসারুল হক

রামুতে মাসিক সাহিত্যকলি’র সাহিত্যায়োজন

আনসারুল হক