রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদ কার্যনির্বাহী পরিষদের জরুরী সভা

ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “প্রাক্তন ছাত্র পরিষদ আজিজুল উলুম মাদ্রাসা রাজারকুল” এর কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বাদ আছর রামু চৌমুহনী বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা, গঠনতন্ত্র প্রণয়ন, কার্যনির্বাহী পরিষদের মেয়াদ নির্ধারণ, আবনায়ে আজিজুল উলুমের বন্ধন সুদৃঢ়করণ, মাদ্রাসার প্রতি সহযোগিতা অব্যাহত রাখা, কল্যাণ তহবিল গঠন ও পরিষদের সাংগঠনিক প্রয়োজনে বিশেষ এয়ানত প্রদানসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা-পর্যালোচনাপূর্বক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সহ-প্রচার সম্পাদক হাফেজ মাওলানা সাঈদ হোসাইনের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া জরুরি সভায় আলোচনায় অংশ নেন উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা হাফেজ জাহেদুর রহমান, মাওলানা হাফেজ সাঈদুল আমিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আবু নাছের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, মাওলানা আশরাফুল মতিন মুহাম্মদ আসেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ হামিদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহিদুল্লাহ, দফতর সম্পাদক মুফতি ইয়াকুব হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি দেলাওয়ার হোছাইন, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, সদস্য মাওলানা মোহাম্মদ আতা উল্লাহ, মাওলানা মোহাম্মদ নোমান খান, মাওলানা আব্দুল খালেক, মাওলানা সিরাজুল মোস্তফা প্রমুখ।

সভায় আজিজুল উলুম মাদ্রাসার প্রাক্তন কৃতি শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র পরিষদের মুহতারাম উপদেষ্টা, রুমখা পালং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহিব্বুল্লাহ রহ. এর ইন্তেকালে শোক প্রস্তাব গ্রহণ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

মিরাস বণ্টন, এক আরবের ঘটনা এবং শিক্ষণীয় কিছু বিষয়: মাওলানা আব্দুল মালেক

নূর নিউজ

গরমে মুমিনের আমল

নূর নিউজ

রমজানে রোজা রাখার স্বাস্থ্য উপকারিতা

নূর নিউজ