রাষ্ট্রীয় শোকের দিনে মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা জাতীয় অনুভূতির অবমাননা: ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারে শোকের মতন চলছে। পুরো দেশবাসী আমরাও শোকাহত। রাষ্ট্রের পক্ষ থেকে আজকে শোক দিবস ঘোষণা করা হয়েছে। এই শোকের দিনে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ক্রিকেট খেলার আয়োজন জাতির অনুভূতির প্রতি চরম অবমাননার শামিল।

আজ মঙ্গলবার (২২জুলাই ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা আব্দুর রব ইউসুফী এসব কথা বলেন ।

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের রাষ্ট্রীয় আচরণে শোকের দিনে বিনোদনমূলক কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের তরুণ প্রজন্মকে মূল্যবোধহীনতার দিকে ঠেলে দেয়।

তিনি অনতিবিলম্বে এই অনভিপ্রেত ঘটনার জন্য দায়ীদের দুঃখ প্রকাশ ও ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

বাবার বুকে জড়িয়েই মারা গেল বুলবুলি

আনসারুল হক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে এনডিপির মতবিনিময়

নূর নিউজ

ভ্যাকসিন প্রদানে বহু দেশ হিমশিম খাচ্ছে, আমরা সফল : স্বাস্থ্যমন্ত্রী

আলাউদ্দিন