রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন, ইউনূস-তারেক বৈঠকে সিদ্ধান্ত

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্তা হয়েছে, আগামী রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে বৈঠক শেষে পার্ক লেনের হোটেল থেকে তারেক রহমানকে হাসিমুখে বের হতে দেখা গেছে। দুপুর ২ টার দিকে এই বৈঠক শুরু হয়েছিল।

বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির।

এ জাতীয় আরো সংবাদ

‘আইন-শৃংখলা পরিস্থিতির দুরাবস্থার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিৎ’

আনসারুল হক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৫ নির্দেশনা

আনসারুল হক

গাজীপুরে দাখিল মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ

আনসারুল হক