ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) তাদের অগ্রাধিকারভিত্তিক ২৪ দফা কর্মপরিকল্পনা প্রকাশ করেছে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে সেপ্টেম্বর মাসেই রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে ইসি। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ভোটের অন্তত দুই মাস (৬০ দিন) আগে।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল প্রকাশ করা হবে।
আখতার আহমেদ বলেন, “আমরা নির্বাচনকে কেন্দ্র করে ২৪ দফা কর্মপরিকল্পনা তৈরি করেছি। প্রতিটি ধাপ একে অপরের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে অন্যতম হলো বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ।” তিনি আরও জানান, রাজনৈতিক দল, নারী নেতৃত্বের প্রতিনিধি, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন মহলের সঙ্গে এ সংলাপ আয়োজন করা হবে।