শাপলার শহীদদের নাম স্বর্ণাক্ষরে লিখে যেতে চাই: উপদেষ্টা আসিফ

শাপলা চত্বরের শহীদদের নাম স্বর্ণাক্ষরের লিখে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘শাপলা চত্বরে শহীদদের স্বীকৃতি ও সামান্য উদ্যোগ নিতে পেরে আমরা গর্ব বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘ঐতিহাসিক শাপলা চত্বরের ৫ মে যারা শহীদ হয়েছিলেন তাদের নাম শাপলা চত্বরে স্বর্ণাক্ষরের লিখে যেতে চাই।’

অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো হেফাজতের আন্দোলন যৌক্তিক ছিলো, শহীদদের রক্ত বৃথা যায়নি।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের নিহত-আহদের নিয়ে ৮ খণ্ডের প্রামাণ্যচিত্রের আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। শাপলার হত্যাযজ্ঞেরও আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় প্রামাণ্যচিত্র করা প্রয়োজন।’

এ জাতীয় আরো সংবাদ

ফিলিস্তিনিদের প্রতি সমবেদনতা জানাতে বাংলাদেশের একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নূর নিউজ

কাতারে নানা আয়োজনে বাংলাদেশ দূতাবাসে ৭ মার্চ পালন

আনসারুল হক

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত

নূর নিউজ