শাপলা ও জুলাই শহীদদের স্মরণে পল্লবীতে ইমাম-ওলামাদের দুআ মাহফিল অনুষ্ঠিত

২১ জুলাই, রোববার পল্লবী ইমাম উলামা পরিষদের উদ্যোগে রাজধানীর ডি ব্লক ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এক আলোচনা ও দুআ মাহফিল। ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনে শহীদ ও আহত মাদরাসা শিক্ষার্থীদের স্মরণে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুল আজিজ কাসেমী ও মাওলানা মাহমুদুল হাসান আরাবি। আলোচনায় অংশ নেন দারুর রাশাদ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কমিশনার সাজ্জাদ হোসেন মোল্লাহ, মাওলানা তৌহীদুজ্জামান যশোরী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হেলাল বিন আব্দুল হাই, মাওলানা ইবরাহীম জামিল, মাওলানা সুলতান, মাওলানা সৈকত এবং আহত জুলাই যোদ্ধা মাওলানা আব্দুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য এবং আহত মাদরাসা ছাত্ররা। তাদের প্রতি সম্মান জানিয়ে দুআ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

পরদিন ২২ জুলাই বিকালে একই ব্যানারে পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন মাঠে আরেকটি দুআ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা লোকমান মাজহারীসহ ইমাম উলামা পরিষদের বিভিন্ন স্তরের নেতারা।

এই দুই দিনের মাহফিলে বিশেষভাবে দুআ করা হয় ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদ, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণপ্রতিরোধ আন্দোলনের শহীদ ও আহতদের পাশাপাশি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিক্ষার্থীদের জন্যও।

এ জাতীয় আরো সংবাদ

আগামীকাল থেকে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু

আনসারুল হক

যে আমলে আলোকিত হয় মুমিনের জীবন

আনসারুল হক

২০০ অতিথির অংশগ্রহণে এতিম সায়মার জাঁকজমকপূর্ণ বিয়ে

নূর নিউজ