২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে এবং শহীদদের স্মরণে আজ শুক্রবার সকালে একটি বিক্ষোভ র্যালি বের করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
র্যালিটি সকাল ১০টায় রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে শাপলা চত্বর পর্যন্ত অগ্রসর হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি লোকমান হুসাইন।প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ বলেন, “২০১৩ সালের ৫ মে রাত— ইতিহাসের এক কলঙ্কময় ও রক্তাক্ত অধ্যায়। ইসলামী আদর্শ ও জনতার ন্যায্য দাবিকে স্তব্ধ করতে রাষ্ট্রীয় মদদে চালানো হয়েছিল নৃশংস গণহত্যা। শহীদ হন শত শত আলেম, তালিবে ইলম ও নিরীহ মুসল্লি। আমরা আজ শোক জানাতে নয়, রক্তের হিসাব নিতে এসেছি।”
তিনি আরও বলেন, “এই রক্তের প্রতিটি বিন্দুর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। শহীদদের রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত আমরা থামব না, চুপ থাকব না, পিছপা হব না।”
শাপলা র্যালির মাধ্যমে একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে, অন্যদিকে জাতিকে আবারও গণহত্যার বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ, খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাগফুর এজাজ এবং সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আহাদ। এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের জনশক্তিবৃন্দ উপস্থিত ছিলেন।