শায়েখ হাসান আফেন্দি আর নেই

ইন্তেকাল করলেন তুরস্কের শায়েখ মাহমুদ আফেন্দি (রহ.) এর উত্তরসূরি শায়েখ হাসান আফেন্দি।

সোমবার (২২ এপ্রিল) তুরস্কে এই ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্বের ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি তুর্কি জনগণের কাছে ইসমাইলিয়া জামাত নামে পরিচিত সুন্নি আধ্যাত্মিক গোষ্ঠী ইসমাইল আগা হাসান কিলিচের প্রধান পীর ছিলেন।

২০২৩ সালের ২৩ জুন শায়েখ মাহমুদ আফেন্দির ইন্তেকাল হলে তিনি তুরস্কের প্রভাবশালী আধ্যাত্মিক গোষ্ঠীটির প্রধান আধ্যাত্মিক রাহবার ও খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন।

সূত্র: আখবারু তুর্কিয়া

এ জাতীয় আরো সংবাদ

ইসরায়েলি আগ্রাসনের সময় সংহতির জন্য বাংলাদেশকে ধন্যবাদ ইরানের

আনসারুল হক

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু নিয়ে যা বললেন ওবামা

নূর নিউজ

বন্ধ ইরানের আকাশ পথ, হাজীদের ভিসা ছাড়া থাকতে দেবে আফগানিস্তান

আনসারুল হক