শীতের আমেজ না কাটতেই ঢাকায় মুষলধারে বৃষ্টি

শীতের আমেজ না কাটতেই আজ (৯ ফাল্গুন) রাজধানীতে বৃষ্টি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। দুপুর পেরোতেই হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি।

কিন্তু সন্ধ্যার পরই মুষলধারে বৃষ্টি নামে। বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া পথচারীরা।

শনিবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি নামতেই অপ্রস্তুত অনেককে দৌড়ে ছাউনির নিচে যেতে দেখা যায়। তবে বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন অনেকে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রবিবার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

দেশে করোনা শনাক্ত ৮ লাখ ছাড়াল

আনসারুল হক

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ঢাকায় হাজির!

নূর নিউজ

সুনামগঞ্জ জমিয়ত নেতার লাশ নদী থেকে উদ্ধার, বিচার দাবি কেন্দ্রীয় জমিয়তের

আনসারুল হক