শেখ মুজিব ও জিয়া দু’জনই শ্রদ্ধেয় নেতা, নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ

জিয়াউর রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান শ্রদ্ধেয় নেতা, তাদের নিয়ে নোংরা কথা বলা রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

শনিবার রাজধানীতে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্যই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও সমাধি নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন।

প্রসঙ্গত, ‍দুদিন আগে এক দলীয় সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তোলেন। জিয়া কোথায় যুদ্ধ করেছেন সেই প্রমাণ নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবর নেই বলেও মন্তব্য করেন।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশকে হরিলুটের দেশে পরিণত করা হয়েছে

নূর নিউজ

চাঁদপুরে মাদরাসার শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: আমীরে হেফাজত

আলাউদ্দিন

এবার ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো চট্টগ্রাম মেডিকেল কলেজ

নূর নিউজ