মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, জাতি আজ চরম বেদনার মধ্য দিয়ে যাচ্ছে।
২২ জুলাই (মঙ্গলবার) দলের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “গতকালের দুর্ঘটনা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। শোক প্রকাশের ভাষাও হারিয়ে ফেলেছি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং নিহতরা শহীদের মর্যাদা লাভ করুক।”
তিনি আরও বলেন, “শোকের এই মুহূর্তে ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। যারা এই পরিস্থিতিকে রাজনৈতিক সুযোগে রূপ দিতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বৈঠকে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “যদিও এই দুর্ঘটনায় আমরা হতভম্ব, তবুও সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও চিকিৎসা ব্যবস্থার দ্রুত সাড়া প্রশংসনীয়। তবে রাজধানীর মতো জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো এবং এর মান নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ রয়েছে।”
তিনি আরও বলেন, “শোক দিবস ঘোষণার পরপরই পরীক্ষাসংক্রান্ত সিদ্ধান্ত আসা উচিত ছিল। গভীর রাতে পরীক্ষা স্থগিত করা সরকারের সিদ্ধান্তহীনতার পরিচায়ক। এর ফলে ক্ষোভ সৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে সেই ক্ষোভকে ব্যবহার করে পতিত ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ নিতে না পারে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
ইসলামী আন্দোলন আশঙ্কা প্রকাশ করে জানায়, সচিবালয়ের ফটক ভেঙে প্রবেশ এবং কিছু পালাতক ফ্যাসিবাদী নেতার অনলাইন তৎপরতা রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। দলটি সাফ জানিয়ে দিয়েছে, “আমরা নিজেদের ক্ষত নিজেরাই সারাবো। কিন্তু কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ নিতে দেওয়া যাবে না।”
বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাঁদের মধ্যে ছিলেন— যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, আন্তর্জাতিক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজিজী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, এবং অন্যান্য নেতৃবৃন্দ।
মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “এই কষ্ট এবং বেদনা বিগত ৫৪ বছরের রাষ্ট্রীয় অব্যবস্থাপনার ফল। আমরা জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ উৎখাত করেছি। এখন আমাদের দায়িত্ব দেশ গড়া। পতিত শক্তিগুলো আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে—আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।”