সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নূরুল করীম আকরাম

ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সাইনবোর্ড থেকে মাতুয়াইল আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

বর্তমানে তিনি রাজধানীর আল কারীম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাই আশরাফ জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পরপরই জরুরি ভিত্তিতে তার একটি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা আশ্বস্ত করেছেন যে, এখন আর কোনো শঙ্কার কারণ নেই।

এদিকে নূরুল করীম আকরামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে ভিড় করেন। তারা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন। সংগঠনের পক্ষ থেকেও তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

গোল্ডেন মনিরসহ ৩ জনের ১৭০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আনসারুল হক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর ইতিবাচক -ইসলামী ঐক্যজোট

আনসারুল হক

র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ