সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে যোগ্য ও প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, আসসালামালাইকুম, আমি আসাদুজ্জামান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের দু’দিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।

তিনি আরও বলেন, আমরা মনে করি, নির্বাচন-ই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন।

আগামীকাল ৭ জানুয়ারি ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রতিটি সেক্টরে প্রভাব বিস্তার করছে ব্যবসায়ী সিন্ডিকেটচক্র : ইসলামী ঐক্যজোট

নূর নিউজ

ড. ইউনূসের পুরস্কার গ্রহণ গাজায় গণহত্যা সমর্থনের শামিল: পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না রবিবার

আনসারুল হক