সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবারে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজে অংশ নিতে পারবেন।

রবিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ঘোষিত তিন সরকারি প্যাকেজ হলো : প্যাকেজ-০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ-০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। প্যাকেজ-০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

ধর্ম উপদেষ্টা জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমানভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে হজে যেতে চাইলে ৫০ বছরের নিচে একজনকে সঙ্গে নিতে হবে। সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে যেতে পারবেন না।

বেসরকারি ব্যবস্থাপনা: বেসরকারি এজেন্সির মাধ্যমে সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। এ ছাড়া অনুমোদিত এজেন্সিগুলো অতিরিক্ত আরও দুটি প্যাকেজ ঘোষণা করার সুযোগ পাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে ২০২৬ অনুষ্ঠিত হবে হজ। ২৭ জুলাই থেকে শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে হজ নিবন্ধন। ১২ বছরের ঊর্ধ্বে শারীরিক ও মানসিকভাবে সুস্থ মুসলমানরা হজে যেতে পারবেন।

এ জাতীয় আরো সংবাদ

কাউকে হাসিমুখে দেখলে যে দোয়া পড়বেন

নূর নিউজ

সাত পরিবার মিলে একগরু কোরবানি দিলে কি কোরবানি জায়েজ হবে

নূর নিউজ

বিনয় যেভাবে মানুষকে সম্মানিত করে

নূর নিউজ