সর্বমোট ১৫০ মামলায় অভিযুক্ত ইমরান খান 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ আনা হচ্ছে। সর্বশেষ পাকিস্তানের সেনা সদরে হামলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। খবর এনডিটিভির।

এর আগে ইমরান খানের গ্রেফতারকে কেন্দ্র করে পাকিস্তানে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন সরকারি স্থাপনায় চালানো হয় হামলা। বিশেষ করে ৯ মে পাকিস্তানের সেনা সদরে হামলা করা হয়।

এরপর কঠোর অবস্থানে যায় পাকিস্তান সরকার। ইমরানের নেতাকর্মীদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হয়। যদিও পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনায় ইমরান খান মুক্ত হয়েছিলেন।

এ বিষয়ে ইমরান খান বলেন, আরও ছয়টি নতুন মামলায় আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ভুয়া মামলায় জামিন পেতে এক আদালত থেকে অন্য আদালতে যেতে হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ

ইংরেজ বিতাড়নের পর আমাদের শিক্ষাব্যবস্থা যেমন হওয়া উচিত ছিলো

নূর নিউজ

পাকিস্তানে সব আসনের ফল ঘোষণা, কার অবস্থান কোথায়

নূর নিউজ

আফগানিস্তানের ব্যাপারে মার্কিননীতির তীব্র সমালোচনা করলেন ইমরান খান

নূর নিউজ