সাপের কামড়ে মারা গেল মাদরাসা শিক্ষার্থী

কুমিল্লার নাঙ্গলকোটে সাপের কামড়ে ইরফার হোসেন নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মক্রবপুর ইউনিয়নের মাইরাগাঁও গ্রামের শাহ আলমের ছেলে। ইরফান ফেনী রশিদিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

বুধবার (১৮ জুন) দুপুরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গেলে বিষধর সাপ ইরফানকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপযুক্ত চিকিৎসা প্রয়োগ করতে ব্যর্থ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

আড়াইহাজারে জমিয়তের নবগঠিত কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আনসারুল হক

বাংলা একাডেমি প্রাঙ্গণে এবার ১৪ দিনের বৈশাখী মেলা

নূর নিউজ

৪০ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতল ১৭ কিশোর

নূর নিউজ