সামাজিক মাধ্যমে ছড়ানো মুফতি তাকী উসমানীর সফরসূচিটি চূড়ান্ত নয়

বিশ্বখ্যাত আলেমে দীন, পাকিস্তানের শাইখুল ইসলাম আল্লামা মুফতি মুহাম্মাদ তাকী উসমানীর বাংলাদেশ সফর নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘সফরসূচি’ আসলে সত্য নয়। বিষয়টি নিয়ে তার ঘনিষ্ঠজন ও শিষ্যরা পরিষ্কার করেছেন, এটি কেবল একটি প্রস্তাবনা ছিল, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ এক ফেসবুক পোস্টে জানান, ‘ফেসবুকে প্রচারিত সফরসূচিটি চূড়ান্ত নয়, বরং সম্ভাব্য প্রস্তাবগুলোর একটি মাত্র। এখনই তা প্রচার করা অনুচিত। হযরত তাকী উসমানীর সফরসূচি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

তবে তিনি নিশ্চিত করেছেন, আল্লামা তাকী উসমানীর বাংলাদেশ সফর ইনশাআল্লাহ এ বছরই অনুষ্ঠিত হবে। এ জন্য তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান, যাতে আল্লাহ তাআলা তাঁকে পূর্ণ সুস্থতা ও দীর্ঘ হায়াত দান করেন।

এদিকে, ৩৬ নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তাকী উসমানীর আরেক শিষ্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমী বলেন, ‘আমাদের প্রিয় হযরতের বাংলাদেশ সফরসূচি সম্পর্কে যে সিডিউলটি সামাজিক মাধ্যমে ঘুরছে, সেটি চূড়ান্ত নয়—এটি কেবল প্রস্তাবনা। কে বা কারা সেটি প্রকাশ করেছে, তা তিনি জানেন না।’

এ জাতীয় আরো সংবাদ

কাতারস্থ বৃহত্তর ফটিকছড়ি সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

আনসারুল হক

শরীরে বুলেট নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মাদরাসা ছাত্র ইমরান

আনসারুল হক

মাওলানার বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে ১১ ছিন্নমূল মায়ের

নূর নিউজ