সারাদেশে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক আরও শক্তিশালী করে দ্রুত ফাইভ-জি চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন।

তিনি বলেন, সভায় ফাইভ-জি চালু করতে ১ হাজার ৫৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

একই সভায় গ্যাস-বিদ্যুতের ভর্তুকিও কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি-বেসরকারি পর্যায়ে গ্যাস-বিদ্যুতের বকেয়া টাকা পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। গ্যাস-বিদ্যুতের বকেয়া আদায়ের নির্দেশ দিয়ে এ কথা বলেন তিনি।

সভাসূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি পর্যায়ে এখন বিদ্যুতের বিল বকেয়া আছে প্রায় ৯ হাজার কোটি টাকা। আর গ্যাসের বিল বকেয়া আছে ৬ হাজার ৩৬৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী বৈঠক প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, সরকারপ্রধান গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি থেকে সরে আসতে বলেছেন। পর্যায়ক্রমে ভর্তুকি থেকে সরে আসতে কৌশল নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

এ জাতীয় আরো সংবাদ

১৯৬ তম ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের উপচেপড়া ভীড়

নূর নিউজ

লেখাপড়ার জন্য শিক্ষার্থীদের চাপ দিতে নিষেধ প্রধানমন্ত্রীর

নূর নিউজ

পদত্যাগ করতে চান বরিশাল সিটি মেয়র

নূর নিউজ